কিভাবে সেইফনেট সক্রিয় করবেন

ইন্টারনেট আমাদের জীবন ধারায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে। এর মাধ্যমে আমরা সংবাদ পড়তে পারি, বিনোদন পেতে পারি, গবেষণা করতে পারি, ছুটির দিন বুক করতে পারি, বেচাকেনা করতে পারি, যোগাযোগ রাখতে পারি, শিখতে পারি, এবং ব্যাংকসহ নানাবিধ কাজ করতে পারি। শিশুকাল থেকে প্রাপ্ত বয়স পর্যন্ত আমাদের শেখার কাজে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আমাদের শিশুদের জন্যে ইন্টারনেট যাতে নিরাপদ শেখার মাধ্যম হয় সেটি নিশ্চিত করা আমাদের প্রাথমিক দায়িত্ব। এলক্ষ্যে রবি দেশে প্রথমবারের মত নিরাপদ ইন্টারনেট হিসেবে সেইফ ইন্টারনেট নিয়ে এসেছে। এর সাহায্যে বাবা-মা তাদের মোবাইল ফোন ফিল্টার করে তাদের শিশুদেরকে ইন্টারনেট ব্যবহার করতে দিতে পারে। গ্রাহক উপযুক্ত সাইট/অ্যাপ খুলে রাখতে পারে, এবং অনুপযুক্ত সাইট বা অ্যাপকে বন্ধ করে দিতে পারে।

 

সেইফনেটের অনন্য বৈশিষ্ট্য

  • সময় ভিত্তিক ইন্টারনেট কন্ট্রোল
  • অনুপযুক্ত সাইট বন্ধ করা
  • তালিকার বাইরের অ্যাপ/সাইট ব্লক করা

 

কিভাবে ফ্রি ট্রায়ালের নিবন্ধন করবেন:

  • রবি সেইফনেট সক্রিয় করতে রবি ইন্টারনেট ব্যবহার করে www.robisafenet.com সাইটে যান।
  • আপনার মোবাইল ফোন নম্বর “০১৮xxxxxxxx” চাপার পর আপনার মোবাইলে চালু করার কোড এসএমএস হিসেবে পাবেন।
  • ফ্রি নিবন্ধন করতে উক্ত কোডটি দিন। এরপর আপনার ব্যক্তিগত পিন কোড হিসেবে ৪ ডিজিট চাপুন। আপনার নম্বরে রবি সেইফনেট চালু হয়ে গেছে।
  • রবি সেইফনেট পোর্টালে সেটিংস্ সংক্রান্ত কোন পরিবর্তন আনতে গেলে কিংবা ফিল্টার যুক্ত করতে গেলে উক্ত পিন কোড দরকার হবে। কাজেই, কোডটি মনে রাখুন।

 

গ্রাফিক্যাল ইন্সট্রাকশনঃ কিভাবে সেইফনেট সক্রিয় করবেন

image: https://www.robi.com.bd/files/large/9369ec00980a1ea

কিভাবে ডিভাইস যুক্ত করবেন :

  • অফারটি চালু হওয়ার পর, গ্রাহক হোম স্ক্রিনে যাবেন। এখানে মূল তিনটি অপশন দেখতে পাবেন: অফ, বেসিক ও অ্যাডভান্সড।
  • প্রথমবার লগইন করার পরে ডিফল্ট গ্রাহক অপ মোডে থাকবেন। সেফনেট চালু করার জন্যে বেসিক অথবা অ্যাডভান্সড অপশনে ক্লিক করুন।
  • চাইল্ড ডিভাইস যুক্ত করতে উপর থেকেimage: https://www.robi.com.bd/files/large/fd8ed78d89975a6

     ইমেজ নির্বাচন করে, শিশুর মোবাইল নম্বর চাপুন। শিশুর মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ মেসেজ যাবে, এবং সেখানে একটি ফিল্টার অনুমোদনের লিংক থাকবে।

 

গ্রাফিক্যাল ইন্সট্রাকশনঃ কিভাবে চাইল্ড ডিভাইস যুক্ত করবেনঃ

image: https://www.robi.com.bd/files/large/f1897e0bca560a2

কিভাবে ফিল্টার প্রয়োগ করে ডিভাইস যুক্ত করবেন ?

  • ফিল্টার চাইল্ড ডিভাস চালু করতে বেসিক অথবা অ্যাডভান্সড অপশন নির্বাচন করুন, এবং আপনার পছন্দের পলিসি নির্বাচন করুন।
  • বর্তমান ডিভাইসটি ফিল্টার করতে ‘দিস ডিভাইস’ অপশন নির্বাচন করে বেসিক অথবা অ্যাডভান্সড অপশনে ক্লিক করুন।
  • দ্রষ্টব্য: শিশুর মোবাইল নম্বর যুক্ত করা না হলে বর্তমান ডিভাইসটি ডিফল্ট হিসেবে যুক্ত হবে এবং ফিল্টার অপশন নির্বাচন করে বর্তমান ডিভাইসটিতে ফিল্টার যুক্ত করা যাবে।

 

গ্রাফিক্যাল ইন্সট্রাকশনঃ কিভাবে বেসিক ফিল্টার প্রয়োগ করবেন

image: https://www.robi.com.bd/files/large/533eb10acb5efd0

গ্রাফিক্যাল ইন্সট্রাকশনঃ কিভাবে অ্যাডভান্সড ফিল্টার প্রয়োগ করবেন

image: https://www.robi.com.bd/files/large/24778faae001a0d

গ্রাফিক্যাল ইন্সট্রাকশনঃ কিভাবে আপনার পিন নাম্বার পুনরুদ্ধার করবেন

image: https://www.robi.com.bd/files/large/ed4e6b61c6ee205

শর্তাদি:

  • রবি সেইফনেট সক্রিয় করতে www.robisafenet.com সাইটে যান। কেবল রবি টুজি/থ্রিজি/ফোরজি নেটওয়ার্কে পাওয়া যাবে।
  • এই সেবা কেবল রবি নম্বরেই পাওয়া যাবে।

Read more at https://www.robi.com.bd/internet/robi-safenet#7tAvgOkp48uTHJlX.99

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press ESC to close