চাঁদে পানির সন্ধান , পাওয়া গেছে । দাবি করেছে নাসার বিজ্ঞানীরা

  • Tech News
  • October 28, 2020
  • (0)
চাঁদে পানির সন্ধান

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা চাঁদে পানির সন্ধান পেয়েছে। নাসার বিজ্ঞানীদের দাবি, চাঁদে পানি রয়েছে। চাঁদের যে পৃষ্ঠের অংশ সূর্যলোক দ্বারা আলোকিত, সেখানেই পানি থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্ট্র্যাটোসফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি (সোফিয়া), চাঁদের বুকে পানি থাকার এ বিষয়টি নিশ্চিত করেছে।

গবেষণায় বলা হয়েছে, আপাতভাবে মনে করা হচ্ছে যে চাঁদের বিভিন্ন অংশে এই পানি ছড়িয়ে থাকতে পারে। এ সম্পর্কেও বেশকিছু তথ্য দিয়েছে নাসা।

নাসা জানিয়েছে, সোফিয়া চাঁদের গহ্বন বা ক্লেভিয়াস ক্লেটারে পানির অণু পেয়েছে। এই এইচটুও অণুর হদিস পেতেই নাসার হাতে বড় সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত চাঁদের দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় গহ্বর হলো ক্লেভিয়াস ক্রেটার।

এর আগে অবশ্য চাঁদে প্রাণের অস্তিত্ব নিয়েও বহু গবেষণা হয়। সেই সময় এক গবেষণায় জানা যায় যে, চাঁদে হাইড্রোজেন রয়েছে। তবে পানির সন্ধান নিয়ে সেভাবে নিশ্চিত কিছু তথ্য আসেনি। এবার তা আসতেই বড় সাফল্য নাসা পেয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: সাইন্স ডেইলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press ESC to close