ফ্রীল্যান্সার হবার জন্য যে যোগ্যতা গুলো আপনার মাঝে থাকতে হবে

ফ্রীল্যান্সার হবার জন্য যে যোগ্যতা গুলো আপনার মাঝে থাকতে হবে :
ফ্রীল্যান্সার হবার জন্য যে যোগ্যতা গুলো আপনার মাঝে থাকতে হবে :

ফ্রীল্যান্সার হবার জন্য যে যোগ্যতা গুলো আপনার মাঝে থাকতে হবে :

বর্তমানে চাকরির বাজার ততটা ভালো না। ছেলে -মেয়ে পড়াশোনা শেষ করে , বেকার বসে আছে। ফলে সবাই , ফ্রিল্যান্সিং পেশার দিকে ঝুঁকছে। তাই বলছি নিচের যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না।

 

১। আপনার মাঝে প্রচুর ইচ্ছাশক্তি ও ধর্য্য থাকতে হবে। প্রচন্ড ইচ্ছাশক্তি ও ধর্য্য ছাড়া ফ্রিল্যান্সিং এ সফল হওয়া সম্ভব নয়।

২। টাকা নয় কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। সবসময় কাজ শেখার প্রতি সময় দিতে হবে।

৩। নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। ফেসবুক নয়, গুগল ও ইউটিউব এর উপর নির্ভরশীল হতে হবে।

৪। দক্ষতা অর্জনের নেশা থাকতে হবে। একমাত্র দক্ষ ছেলে – মেয়েরাই ফ্রিল্যান্সিং এ সফল হয়। আপনি যত বেশি দক্ষ, আপনি তত বেশি সফল।

৫। ভালো ইংলিশ জানতে হবে। ভালো কমিউনিকেশন দক্ষতা ফ্রিল্যান্সিং এ সফল হবার জন্য তো সাহায্য করেই এবং বেশি ইনকাম করার জন্য খুবই প্রয়োজনীয়।

যদি কোনো বিষয়ে জানার বা প্রশ্ন থাকে কমেন্ট বাক্স এ জানাবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press ESC to close