Windows 11 চালু এর ঘোষণা আসার পর , বেশ কিছু সমস্যা দেখা গেছে ইনস্টল করার ক্ষেত্রে। কারণ অনেকে বলছে , আমার পিসি তে Health Check এ Error আসছে “This Pc Can’t Run Windows 11 ” । অনেকেই আসলে জানে না , কেন তাদের পিসিতে এমন Error আসছে। চলুন দেখা যাক , উইন্ডোস ১১ ইনস্টল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ System Requirement কি দরকার।
১. TPM 2.0 Enable থাকতে হবে,বেশিরভাগ পিসিতে এটা Enable করে দিলেই হয়ে ।
২. UEFI, Secure Boot capable হতে হবে।
৩. Graphics কার্ড হিসাবে মিনিমাম DirectX 12 or later with WDDM 2.0 . যেগুলি বেশিরভাগ পিসিতে থাকে।
উইন্ডোস ১১ এর দারুন লুক দেখে অনেকে প্রেমে পরে গেছেন। চিন্তা নাই , অপেক্ষা করুন। আসা করি সবাই ব্যবহার করতে পারবেন।
সাধারণত এগুলা যদি আপনি চালু করতে পারেন। তাইলে আপনাদের সমস্যা সমাধান হবে। অনেকে বলছে , 8th gen এর নিচের প্রসেসর এ উইন্ডোস ১১ ব্যবহার করা যাবে না , কিন্তু ইন্টেল অফিসিয়ালি এটা জানাই নাই যে 8th gen এর নিচের প্রসেসর এ উইন্ডোস ১১ ইনস্টল করা যাবে না। যদি এটা সত্য ও হয় কিছুদিন গেলেই বিভিন্ন পিসিতে ইনস্টল এর পদ্দতিতে বের হয়ে যাবে। তাই এ নিয়ে চিন্তা করার কারণ নাই।
তাছাড়া আমাদের i5 6th gen processor এ পেনড্রাইভে বুট করে ইনস্টল করতে পারছি। কিন্তু windows insider থেকে সরাসরি ইনস্টল/আপডেট করতে পারি নাই। তাই আমার মনে হাসছে আপনারা iso File ডাউনলোড করে এবং Boot করে , বেশিরভাগ পিসি তে ইনস্টল করতে পারবেন।
আসা করি সবাই বুজতে পারছেন , যদি কোনো প্রশ্ন থাকে Comment বক্সে জানিয়ে যান , আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
Leave a Reply