ফ্রিল্যান্সিং পেশা, ফ্রিল্যান্সার দের লাইফ কেমন হয়

ফ্রিল্যান্সিং পেশা
ফ্রিল্যান্সিং পেশা

ফ্রিল্যান্সিং পেশা, ফ্রিল্যান্সার দের লাইফ কেমন হয়

১ : ফ্রীলান্সারদের ইনকাম  সাধারণ জব থেকে আলহামদুল্লাহ অনেক বেশি ।

২ : ফ্রীলান্সাররা অনলাইন জগতে দক্ষ তার মানে দুনিয়া সম্পর্কে অনেক দক্ষ, কারণ পৃথিবীর ৯০% বেশি কাজ আইটি নির্ভর ।

৩ : ফ্রিল্যান্সারদের স্বাধীন জীবন, তারা কাজ করে আনন্দ পায় ।

৪ : ইন্টারন্যাশনাল বন্ধুত্ব হয় অনেকের সাথে ।

৫ : ফ্রিল্যান্সাররা তাদের পরিবারের সাথে বেশি সময় দিতে পারে,যা সবচেয়ে বড় অবদান ।

৬ : ফ্রিল্যান্সারদের ইনকাম দিন দিন বাড়ে।

৭ : ফ্রিল্যান্সাররা ধৈর্যশীল হয় ।

৮ : ফ্রিল্যান্সার রা নতুন কিছু শিখতে পছন্দ করে ।

৯ : ফ্রিল্যান্সাররা কম অহংকারী হয়, তারা অন্যকে ও কাজ করতে উৎসাহী করে  ।

১০ : ফ্রীলান্সাররা খারাপ কাজে জড়িত হয় না, কারণ তারা কাজে মনোযোগ থাকে বেশি, খারাপ কাজ করার সময় পায় না ।

১১ : ফ্রিল্যান্সারদের হালাল ভাবে ইনকাম করার সুযোগ থাকে , সে তুলনায় অন্য পেশা থাকে অনেক ভালো ।

১২ : ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করতে গিয়ে অনেক দেশের সংস্কৃতি জানতে পারে ।

 

ফ্রিল্যান্সিং এর কিছু সেরা :

১ : ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ।

২ : ডিজিটাল মার্কেটিং ।

৩ : গ্রাফিক্স ডিজাইন ।

৪ : সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

৫ : এপস ডেভেলপমেন্ট ।

৬ : ভিডিও এডিটিং ।

৭ : এফিলিয়েট মার্কেটিং।

৮ : সাইবার সিকিউরিটি ।

নোট : সি পি এ মার্কেটিং কোন ফ্রিল্যান্সিং কোর্স নয় সো এর পিছে সময় না দেয়াই ভালো ।

 

(Upwork Update ) আর ফ্রি তে কোনো জবে বিড করা যাবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Press ESC to close